প্রশ্নঃ- এক ব্যাক্তি নিজ মালিকানা জমীনে বাড়ি করতে গিয়ে মাটির নিচে স্বর্ণের একটি প্লেট পেল। জানার বিষয় হলো সে তা ভোগ করতে পারবে কি না?

উত্তরঃ- নিজ মালিকানা জমীর মাটির নিচের খনিজ সম্পদের উপর কোন কিছু আসে না।

সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে উক্ত ব্যাক্তির ঐ স্বর্ণের প্লেটের উপর কোন কিছু আসবে না। পুরোটা নিজেই ভোগ করতে পারবে।

 

-ফাতাওয়ায়ে সিরাজিয়াহঃ-১৫২, আল ইখতিয়ারঃ-১/১২২,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *