উত্তরঃ- মীরাস প্রাপ্তির অন্যতম শর্ত হলো ধর্মের ভিন্নতা না হওয়া।
সুতরাং প্রশ্ন বর্ণিত এক ভাই শীয়া ও অপর ভাই কাদিয়ানী হওয়ার কারণে এক ভাই অপর ভাইয়ের মীরাস পাবে না।
– আল ফিকহুল হানাফী ওয়া আদিল্লাতুহুঃ- ৩/২৯১, আস সিরাজী ফিল মিরাসঃ- ৭-৮, ফাতাওয়ায়ে হাক্কানিয়াঃ- ৬/৫২২,
Leave Your Comments