উত্তরঃ বন্ধকী বস্তু ঋন আদায়ের নিশ্চয়তা স্বরুপ প্রদান করা হয়ে থাকে।এজন্য যদি কোন বন্ধ দাতা যে কোন কারণে ঋন আদায়ে অপারগ হয়ে যায় তাহলে ঋনদাতা ফায়ছালা ক্রমে এতে হস্তক্ষেপ করার অনুমতি লাভ করেন। সুতরাং প্রশ্নে বর্নিত ঋন দাতা ও বন্ধক হিসেবে তার কাছে থাকা বাগান বিক্রি করে নিজের পাওনা বুঝে নিতে পারবে। আর অবশিষ্ট অংশ নিখোঁজের পরিবার কে দিয়ে দিবে।আর যদি তার কোন ওয়ারিশ না থাকে, তাহলে সদকা করে দিবে।দলিলঃ রদ্দুল মুহতার ৬/৫০২ ইমদাদুল আহকাম ৩/৫১১।
Leave Your Comments