প্রশ্নঃ- কারো বক্তব্যের অপব্যাক্ষ্যা করে তার ব্যাপারে মিথ্যা অপবাদ ছড়ালে তার উপর কোনো হদ আসবে কি না?

উত্তরঃ- অপরাধের ক্ষেত্রে হদ ওয়াজিব হওয়ার বিষয়টি যিনার অপবাদের সাথে নির্দৃষ্ট।

সুতরাং কারো বক্তব্যের অপব্যাক্ষা করে মিথ্যা অপবাদ দিলে তার উপর হদ আসবে না। তবে মিথ্যা বলা কবীরা গুনাহের অন্তর্ভূক্ত।

 

-সহীহ মুসলিমঃ-১/৬৪, আল ফিকহুল হানাফী ফি সাওবিহিল জাদীদঃ- ৩/২৭০,  তাবয়ীনুল হাকায়ীকঃ-৩/৬১৬,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *