উত্তরঃ- কুড়িয়ে পাওয়া সম্পদ যিনি কুড়িয়ে পান তার নিকট আমানত বা যামানত হিসাবে থাকে, মালিকানা হিসাবে নয়।
আর যাকাতের জন্য মালের মালিক হওয়া শর্ত। সুতরাং প্রশ্নে বর্ণিত অবস্থায় চেইনটি তার কাছে আমানত হিসাবেই এক বছর ছিল। মালিকানা হিসাবে নয়। তাই তার উপর যাকাত ওয়াজিব হবে না।
-আদ দুররুল মুখতার বিহামিশি রদ্দিল মুহতারঃ- ৩/২০৮, ফাতাওয়ায়ে বাজ্জাজিয়াহঃ- ৩/১১১, মাজমাউল আনহারঃ- ২/৫২৪, কিফায়াতুল মুফতীঃ- ৯/৩১৮,
Leave Your Comments