উত্তরঃ শরীয়তের বিধানে চারজন সাক্ষীর সাক্ষ্যর দ্বারা যেমন যিনা সাব্যস্ত হয় তেমনি কেউ চারবার নিজে স্বীকারোক্তি দিলেও সে যিনাকারী বলে গন্য হবে।আর শরয়ী শাস্তি প্রয়োগ করার জন্য ইসলামী রাষ্ট্র হওয়া জরুরী। তাই প্রশ্নে বর্নিত সুরতে কেহ নিজে যিনার কথা স্বীকার করলে সে যিনাকারী হিসেবে গন্য হবে। তবে ইসলামি রাষ্ট্র না হওয়ায় তা বাস্তবায়ন করা না গেলেও কিছু দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া যাবে। দলিলঃ হেদায়া ২/৫০৬ ফাতাওয়ায়ে সিরাজিয়া ২৭৭। ফাতাওয়ায়ে মাহমুদিয়া ১৪/৯৮ ফাতাওয়ায়ে উসমানী ৩/৫৩৭।
Leave Your Comments