প্রশ্নঃ-কোন ব্যক্তি যদি তার ছেলের শাশুড়ির সঙ্গে যেনা করে তাহলে তার ছেলের বউ তালাক হবে কিনা?

উত্তরঃ- ছেলের শাশুড়ীর সঙ্গে যেনা করলে ছেলের বউ তালাক হয়না । তাই প্রশ্নে বর্ণিত সুরতে ছেলের বউ তালাক হবেনা।

 

-আল ফিকহু আ‘লা মাজাহিবিল আরবাআহঃ-৪/৫৪, আল ফিকহুল হানাফী ফী ছাওবিহিল জাদীদঃ-২/৮০, কিফায়াতুল মুফতীঃ-৬/৫৪৮

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *