উত্তরঃ- কোরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী জানা যায় যে হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ তায়ালা যাকে চান হেদায়াত দেন, যাকে চান পথভ্রষ্ঠ করেন। সুতরাং প্রশ্নে বর্ণিত কোন ব্যাক্তি যদি বলে আল্লাহ তায়ালা হেদায়াতের মালিক নন, তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে।
– সুরা বাকারা; আয়াতঃ-২৬, সুরা ক্বাসাস; আয়াতঃ-৫৬, সুরা শুরা; আয়াতঃ-৫১, শরহুল আকায়িদঃ- ৯৫-৯৬,
Leave Your Comments