প্রশ্নঃ ক্রেতা-বিক্রেতা শুফআহর হক শফীর থেকে বাতিল করার জন্য কোন পথ অবলম্বন করতে পারবে কি?

উত্তরঃ শরয়ী বিধান মতে ক্ষতি থেকে বাঁচার জন্য ধোঁকা ছাড়া যেকোনো কৌশল অবলম্বন করা জায়েয আছে। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে শফীর থেকে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকলে কৌশলের মাধ্যমে শুফার হক বাতিল করতে পারবে। এক্ষেত্রে বিক্রেতা ও ক্রেতার কারো কোন গুনাহ হবে না। তবে খেয়াল রাখতে হবে যেন কোন প্রকার ধোঁকা না হয়ে যায়। হেদায়া ৪/৪০৮ ফাতাওয়ায়ে মাহমুদিয়া ৬/৪২১ আহসানুল ফাতাওয়া ৭/৩৬২।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *