উত্তরঃ- মানবদেহের দুটি অংশ রয়েছে। বাহ্যিক ও অভ্যন্তরিন। অযু ও গোসলের ক্ষেত্রে বাহ্যিক অংশে পানি পৌঁছানোই যথেষ্ঠ। অভ্যন্তরে পৌঁছানো জরুরী না।
সুতরাং প্রশ্নে বর্ণিত ব্যাক্তির ল্যান্স লাগানো অংশটা শরীরের অভ্যন্তরীন অংশের অন্তর্ভুক্ত হওয়ায় সেখানে পানি পৌঁছানো জরুরী না।
– রদ্দুল মুহতারঃ- ১/২১১, বাদায়েউস সানায়েঃ- ১/১৯, আল বাহরুর রায়েকঃ-১/২৭, ফাতাওয়ায়ে সিরাজিয়াহঃ- ২৬, প
Leave Your Comments