প্রশ্নঃ- ছাদের ট্যাংকিতে একটি ঈঁদুর মরা পাওয়া যায়। অথচ জানা নেই তা কখন পতিত হয়েছে। আর তা থেকে অজু-গোসলের জন্য পানি ব্যাবহার করে নামাজ কাযা করা হয়েছে। এখন কত ওয়াক্ত নামাজ কাযা করতে হবে?

উত্তরঃ- পানির হাউজ বা ট্যাংকিতে প্রাপ্ত মৃত প্রাণী ফুলে ফেটে না গেলে  এবং তার পতিত হওয়ায় সময় জানা না থাকলে এক দিন এক রাত, ফুলে ফেটে  গেলে তিন দিন তিন রাত নাপাক ধরা হয়। সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে ঈদুরটি যদি ফুলে-ফেটে না যায় তাহলে এক দিন এক রাত, অন্যথায় তিন দিন তিন রাতের নামাজ কাজা করতে হবে।

 

-আদ দুররুল মুখতার বিহামিশি রদ্দিল মুহতারঃ- ১/৪১৭-৪১৮, ফাতাওয়ায়ে হিন্দিয়াঃ- ১/৭৩,

আপকে মাসায়েল আওর উনকা হলঃ- ৩/১০১,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *