উত্তরঃ- তিনটি শর্ত সাপেক্ষে কোন কারণবশত হায়েয বন্ধ রয়েছে এমন মহিলা এক বৎসরে ইদ্দত পূর্ণ করতে পারবে।
প্রথম শর্ত- চিকিৎসার পরও হায়েয চালু না হওয়া।
দ্বিতীয় শর্ত- রাস্ট্রপ্রধান ( মুসলিম হোক বা অমুসলিম ) কর্তৃক নিযুক্ত মুসলিম বিচারক বা তার অবর্তমানে কমপক্ষে তিন সদস্যবিশিষ্ট মুসলিম পঞ্চায়েতের ফায়সালা গ্রহন করতে হবে।
তৃতীয় শর্ত- উক্ত পন্থায় ইদ্দত পালন শুরু করার পর তা পূর্ণ হওয়ার পূর্বে হায়েয শুরু হয়ে গেলে তিন হায়েয পূর্ণ করে ইদ্দত পালন করতে হবে।
সুতরাং প্রশ্নে বর্ণিত মহিলা উপরোক্ত শর্তের প্রতি লক্ষ রেখে এক বৎসরে ইদ্দত পূর্ণ করতে পারবে।
-আদ দুররুল মুখতার বিহামিশে রদ্দিল মুহতারঃ- ৩/৫০৮, ইমদাদুল ফাতাওয়াঃ- ২/৪৮৪, আল হিলাতুন নাজিযাহঃ- ৬৩,
Leave Your Comments