উত্তরঃ- জানাযার নামাজে হাত ছেড়ে দেওয়ার তিনটি বৈধ পদ্ধতী রয়েছে।
১/ সালাম ফিরানোর পূর্বে উভয় হাত ছেড়ে দেওয়া।
২/ সালাম ফিরানোর পর উভয় হাত ছেড়ে দেওয়া।
৩/ ডানদিকে সালাম ফিরিয়ে ডান হাত, বাঁ দিকে সালাম ফিরিয়ে বাঁ হাত ছেড়ে দেওয়া।
সুতরাং প্রশ্নে বর্ণিত উভয় পদ্ধতী শরীয়ত সম্মত হওয়ায় যে কোন একটি অনুসরণ করলেই চলবে।
-আদ দুররুল মুখতার বিহামিশি রদ্দিল মুহতারঃ- ২/২২১৯, মাজমাউল আনহারঃ- ১/১৪০, ফাতাওয়ায়ে মাহমুদিয়াঃ- ৮/৫৫৬,
Leave Your Comments