প্রশ্নঃ জানাযা নামায ফরজে কিফায়া, জানার বিষয় হল যদি কোন ব্যাক্তি জানাযার নামাযে প্রথম বা দ্বিতীয় তাকবীর না পায়, তাহলে সে ব্যাক্তি কিভাবে জানাযা শেষ করবে?

প্রশ্নঃ জানাযা নামায ফরজে কিফায়া, জানার বিষয় হল যদি কোন ব্যাক্তি জানাযার নামাযে প্রথম বা দ্বিতীয় তাকবীর না পায়, তাহলে সে ব্যাক্তি কিভাবে জানাযা শেষ করবে?

উত্তরঃ কেউ জানাযার নামাযে ইমাম সাহেবের দ্বিতীয় তাকবীর বলার পর শরীক হলে সে ব্যাক্তি ইমাম সাহেবের সালাম ফেরানোর পর,শুধু ছুটে যাওয়া তাকবীর গুলো বলেই সালাম ফিরিয়ে নিবে। কোন দোয়া কালাম পাঠকরতে হবে না।দলিলঃ রদ্দুল মুহতার ২/২১৬ ফাতাওয়ায়ে হিন্দিয়া ১/২২৬ বাহরুর রায়েক ২/৩৩৪ ফাতাওয়ায়ে তায়াতার খানিয়া ১৩৩,/১/৪০৬মুহিতুল বোরহানি ৩/৭৯ ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ ৫/৩১৯ আপকি মাসায়েল আওর উনকি জাওয়াব ৪/৩৯২।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *