প্রশ্নঃ-বর্তমানে অনেক জায়গায় একশত বছরের জন্য সরকার থেকে হাউজিং প্লট ক্রয় করে। ঐখান থেকে ঐ একশত বছরের জন্য কি জায়গা ওয়াকফ করতে পারবে?

উত্তরঃ- শরয়ী দৃষ্টিতে ওয়াকফ সহীহ হওয়ার জন্য শর্ত হলো ওয়াকফকৃত বস্তুটি সর্বদার জন্য ওয়াকফ হওয়া।

সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে যেহেতু তা সর্বদার জন্য নয় বিধায় তা ওয়াকফ করতে পারবে না।

 

– আল ফিকহুল হানাফী ওয়া আদিল্লাতুহুঃ- ৩/১৫৩, ফাতাওয়ায়ে সিরাজিয়াহঃ-৩৯২, জামিউল ফাতাওয়াঃ-৭/৩,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *