প্রশ্নঃ- বাংলাদেশের কোন ব্যাক্তি যদি সৌদি আরবের অনুসরণ করে রোজা রাখে তাহলে তার রোজা হবে কি না?

উত্তরঃ- হানাফী মাজহাবের পরবর্তি ফুকাহায়ে কেরামের মতানুসারে দূরবর্তী দুই দেশের একটির চাঁদ দেখা অন্যটির জন্য গ্রগনযোগ্য নয়।

সুতরাং বাংলাদেশে সৌদি আরবের অনুসরণে রোজা রাখা সহীহ হবে না।

 

– সুনানুত তিরমিজিঃ- ১/১৪৮, মায়ারেফুস সুনানঃ- ৫/৩৫২, তাবয়ীনুল হাকায়ীকঃ- ৩/১৬৪,  জাদীদ ফিকহী মাসায়েলঃ- ২/২২,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *