উত্তরঃ শরয়ী নীতিমালা অনুযায়ী অযু ও গোসলের ক্ষেত্রে শরীরের যে সমস্ত স্থানে কষ্ট ও ক্ষতি ব্যাতিত সহজে পানি পৌছানো যায় সে স্থানে পানি পৌছানো জরুরি, আর পানি পৌছাতে পতিবন্ধকতা সৃষ্টি করে এমন কিছু থাকলে তা দূর করা সম্ভব হলে দূর করে পানি পৌছাতে হবে, আর যদি সহজে দূর করা সম্ভব না হয় তাহলে তা দূর করা জরুরী নয়।বিধায় প্রশ্নে বর্নিত বাধাই করা দাত যদি গোসলের ক্ষেত্রে সহজে খুলে ফেলা সম্ভব হয় তাহলে তা খুলে গোসল করতে হবে। আর যদি সহজে খুলে ফেলা সম্ভব না হয়, তাহলে তা খুলে ফেলা ব্যাতিরেখেই গোসল জায়েজ হবে।কারণ এক্ষেত্রে বাধাই কৃত দাত আসল দাতের হুকুমে হয়ে গেছে অনুরূপ ভাবে সার্জারীর মাধ্যমে শরীরের সঙ্গে সংযোত বিভিন্ন অংগের হুকুম আসল অংগের হুকুমের মতই।যদি তা অযু বা গোসলের ক্ষেত্রে তা খুলতে কষ্ট বা ক্ষতি হয়।দলিলঃ আল মুহিতুল বোরহানি ১/২২৬।দুররুল মুহতার ১/ ৩১৭ ফাতাওয়ায়ে হিন্দিয়া ১/৬৪ ইমদাদুল ফাতাওয়া ১/৭৬। ফাতাওয়ায়ে হাক্কানিয়া ২/৫২২।
Leave Your Comments