প্রশ্নঃ বিভিন্ন সুদী ব্যাংক যেমন জনতা, সোনালী, অগ্রনী তথা যে সকল ব্যাংকে সুদী লেনদেন হয় সে গুলোতে চাকুরী করা এবং এর থেকে উপার্জিত অর্থ হালাল হবে কি না?

উত্তরঃ কুরআন ব্যবসাকে হালাল ও সুদকে হারাম করা হয়েছে, অপরদিকে হাদীসে সুদ দাতা, গ্রহিতা তার লিখকের উপর আল্লাহর লানাত বা অভিশাপের কথা বলা হয়েছে। সুতরাং কোর আন ও হাদীসের মাধ্যমে সুস্পষ্ট হয়ে গেল যে সুদি কারবারের সাথে যে কোন রকমের সম্পৃক্ততা হারাম।বিধায় প্রশ্নোক্ত বর্নিয় ব্যাংক গুলো যেহেতু সুদি কারবারের সাথে পূর্নাঙ্গ ভাবে জড়িত কাজেই। ঐ সকল প্রতিষ্ঠানে চাকুরী করা কোন ভাবেই বৈধ নয়।এবং এথেকে উপার্জিত অর্থ ও বৈধ নয় হারাম।আর কেহ এধরনের প্রতিষ্ঠানে চাকরিরত থাকে তাহলে তার জন্য জরুরি হল তাওবা ইস্তেগফার করতে থাকা এবং অন্যত্র চাকুরী করার প্রচেষ্টা চালিয়ে যাওয়া। আর এ চাকুরী থেকে উপার্জিত অর্থ অল্প অল্প করে ছদকা করে দেওয়া। দলিলঃ সুরা মায়েদা।সহিহ মুসলিম ২/২৮(১০২৬) তাকমিলাতুল ফাতহুল মুলহিম ১/৩৮৮ ফাতাওয়ায়ে উসমানী ৩/৩৯৬।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *