প্রশ্নঃ- মূল লাইব্রেরী/প্রকাশনীর অনুমতি ব্যাতিত কিতাব/বই ছাপানোর বিধান কি?

উত্তরঃ- কিতাব স্বত্ব বর্তমান সমাজ প্রচলনে মালের অন্তর্ভূক্ত। আর কারো মালিকানাধীন সম্পদ তার অনুমতি ব্যাতীত হস্তক্ষেপ করা নিষেধ। তাই মূল লাইব্রেরীর অনুমতি ছাড়া কিতাব ছাপানো জায়েয নেই।

 

-মিশকাতুল মাসাবিহঃ- ১/২৫৫, রদ্দুল মুহতারঃ-৪/৫০১, জাদীদ ফিকহী মাসায়েলঃ- ৪/১১৪,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *