প্রশ্নঃ- মোবাইলে দেখে দেখে কোরআনে কারীম তিলাওয়াত করা যাবে কি না?

উত্তরঃ- শরয়ী নীতিমালা অনুযায়ী কোরআন শরীফ দেখে দেখে তিলাওয়াত করার অনেক সওয়াবের কথা এসেছে।

সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে মোবাইলের মাধ্যমেও তিলাওয়াত করতে কোন অসুবিধা নেই।

 

 

– সহীহুল বুখারীঃ-২/৭৪৬, তিরমিজী শরীফ; হাদীস নংঃ-১১৯, ফাতাওয়া আলমগীরীঃ-৬/৩৬৬,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *