প্রশ্নঃ যিনা ব্যাভিচার কারী পুরুষ, মহিলাকে কাজীর ফায়সালা ছাড়া কতল বা হত্যা করা জায়েজ আছে কি না?

উত্তরঃ শরীয়তের বিধানানুযায়ী দন্ড বিধি বাস্তবায়ন করার একমাত্র অধিকার সরকার বা তার পক্ষ থেকে নিয়োজিত ব্যাক্তির ৷সুতরাং প্রশ্নে বর্নিত কাজী বা তার পক্ষ থেকে নিয়োজিত ব্যাক্তি ছাড়া অন্য কারো যিনা ব্যাভিচার কারী পুরুষ বা মহিলাকে হত্যা করা বা দন্ড বিধি বাস্তবায়ন করা জায়েজ নেই।দলিলঃউমদাতুল কারী ৯/১০৯। বাহরুর রায়েক ৫/৫ বাদায়েউস সানায়ে ৯/২২৬ ফাতাওয়ায়ে হিন্দিয়া ২/১৪৩ কেফায়াতুল মুফতি ১৩/২৪৩।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *