প্রশ্নঃ- যুদ্ধের মাঠে বোমা মারা যাবে কি না?

উত্তরঃ- যুদ্ধক্ষেত্রে যুদ্ধাবস্থায় শত্রুদের পরাজিত করার উদ্দেশ্যে যে কোনো আধুনিক অস্ত্র প্রয়োগের অনুমতি আছে।

সুতরাং বোমাসহ অন্যান্য আধুনিক অস্ত্র প্রয়োজনবোধে যুদ্ধক্ষেত্রে ব্যাবহার করা যাবে।

 

-আত তাফসীরুল কাবীরঃ- ৮/১৬৯, আল ফিকহুল হানাফী ফি সাওবিহিল জাদীদঃ- ৩/৩৭, জাওয়াহিরুল ফিকহঃ- ৬/১৩,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *