উত্তরঃ শরীয়তের মূলনিতি হলো স্বাভাবিক প্রক্রিয়ায় কোন বস্তু মানুষের পাকস্থলী বা মস্তিষ্কে প্রবেশ করলে রোজা নষ্ট হয়ে যায়।সুতরাং যেহেতু নাকে ঔষধ দেওয়ার পরে সাধারণত তা পাকস্থলী বা মস্তিষ্কে পৌঁছে যায় বিধায় রোজা অবস্থায় নাকে ঔষধ দিলে রোজা নষ্ট হয়ে যাবে। উল্লেখ্য যে যদি দৃঢ় বিশ্বাস থাকে যে নাকে ঔষধ দিলে পেটে বা মস্তিষ্কে পৌছবে না তাহলে রোজা অবস্থায় নাকে ওষুধ ব্যবহার করা যাবে।দলিলঃ হেদায়া ১/২২০ ফাতাওয়ায়ে হিন্দিয়া ১/২৬৬ ফাতাওয়ায়ে মাহমুদিয়া ১০/১৩৯।
Leave Your Comments