উত্তরঃ- সাধারণত লাইফ ইনস্যুরেন্স কোম্পানীগুলো সুদভিত্তিক হওয়ায় এগুলোতে লেনদেন করা হারাম।
হবে যদি একান্ত কোন অপারগতা দেখা দেয় তাহলে ভিন্ন কথা। যেমন রাস্ট্রীয় আইনের বাধ্যবাধকতা বা এমন যায়গায় বসবাস যেখানে এর বাহিরে থাকার সুযোগ না থাকাঅ তবে সর্বাবস্থায় খেয়াল রাখতে হবে যেন সুদের টাকা পেটে না যায়।
-তিরমিজিঃ-১/২২৯, রদ্দুল মুহতারঃ- ৪/১৭০, কিফায়াতুল মুফতীঃ- ১১/২৪৪,
Leave Your Comments