উত্তরঃ- শরয়ী নীতিমালা অনুযায়ী হারাম জিনিস ব্যাবহার করা নিষেধ।
তবে সন্দেহের কারণে কোন জিনিসকে হারাম বলা যাবে না। সুতরাং সেন্ট বা পারফিউমে কোন্ প্রকার এ্যালকোহল ব্যাবহৃত হয়েছে তা সঠিকভাবে জানা না থাকায় হারাম বলা যাবেনা। তবে সতর্কতার জন্য ব্যাবহার না করা উচিৎ। তবে খোশবুর জন্য আতর ব্যাবহার করা যেতে পারে।
-আল ফিকহুল হানাফী ফি সাওবিহিল জাদীদঃ- ৫/২৬৮,তাকমিলাতু ফাতহুল মুলহিমঃ- ৩/৬০৮, জাদীদ ফিকহী মাসায়েলঃ-২১৮,
Leave Your Comments