প্রশ্নঃ-সেল্ফ বিজনেস হালাল নাকি হারাম? দলিল ভিত্তিক উত্তর দিলে উপকৃত হব । প্রশ্নকারীঃ- তারেক জামিল রহমতপুর (চেঙ্গাহাটা) ছোট শরীফপুর লালমাই কুমিল্লা। মোবাইলঃ-01848244465

বিষয়-আধুনিক ব্যবসা

উত্তরঃ- সেলফ বিজনেস হলো, মাল্টি লেভেল মার্কেটিং (MLM) এর মতই একটি বিজনেস প্ল্যাটফর্ম। ইসলামী শরীয়ত কি বলে দেখি:
১. শরীয়তের মূলনীতি হলো; -এক বিক্রিতে দুই ধরণের শর্ত করা জায়েজ নেই। যা সেলফ বিজনেসের মধ্যে পাওয়া যায়। অর্থাৎ আপনি তখনই তাদের থেকে পণ্য নিয়ে সেল করতে পারবেন, যখন আপনি তাদের কাছে টাকা দিয়ে কোর্স কিনবেন। এখানে এক চুক্তিতে দুটি শর্ত বিদ্যমান।
রাসূল ﷺ বলেন: لاَ يَحِلُّ سَلَفٌ وَبَيْعٌ وَلاَ شَرْطَانِ فِي بَيْعٍ
এক বিক্রিতে দুই ধরণের শর্ত করা জায়েজ নয়। سنن الترمذي ١٢٣٤

২. শরীয়তের আরেকটি মূলনীতি হলো: – প্রতারণামূলক ক্রয়-বিক্রয় হারাম। যা সেলফ বিজনেসের মধ্যে বিদ্যমান। যখন সেলার কোনো পণ্য বিক্রেতার কাছে বিক্রি করার কথা বলে তখন সেলার নিজেও জানে না গুণাগুণ সম্পর্কে। কারণ সেলারের কাছে পণ্যটি উপস্থিত থাকে না, বরং সেলার শুধু ক্রেতা জোগাড় করে এনে, ক্রেতার দেওয়া ঠিকানা ডিলারের কে দিয়ে তার মাধ্যমে পণ্য অর্ডার করে দিবে।
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ وَمَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا
আর যে আমাদেরকে ধোঁকা দেয়, সেও আমাদের দলভুক্ত নয়। মুসনাদে আহমদ ইবনে হাম্বল ৪৯৬৮

৩. শরীয়তের আরেকটি মূলনীতি হলো:
পণ্য বিক্রি করার জন্য শর্ত হলো, বিক্রেতার কাছে পণ্য মওজুদ থাকা। যা সেলফ বিজনেসের মধ্যে পাওয়া যায় না। কারণ বিক্রেতার কাছে পণ্য থাকে না বরং ক্রেতা যখন কোনো পণ্য নিতে চায় তখন বিক্রেতা তার ঠিকানা নিয়ে ডিলার কে পাঠিয়ে দেয়, সেই ডিলের মাধ্যমে ক্রেতারা কাছে পণ্যটি পৌঁছে।
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ وَلاَ بَيْعُ مَا لَيْسَ عِنْدَكَ
যা তোমার কাছে নেই তা বিক্রি করা জায়িয নয়। سنن الترمذي(1232

৪. শরীয়তের আরেকটি মূলনীতি হলো: ক্রয়-বিক্রয়ের মধ্যে অযাচিত মধ্যস্বত্ত্বভোগী হওয়া শরীয়তে জায়েজ নেই। যা সেলফ বিজনেসের মধ্যে পাওয়া যায়। ক্রেতা যদি সরাসরি ডিলারের থেকে ক্রয় করে তাহলে সল্প মূল্যেই পণ্যটি পাবে, কিন্তু মধ্যখানে সেলার মধ্যস্বত্ত্বভোগী হওয়ায় পণ্যের মূল্য বেড়ে যাচ্ছে যেটা শরীয়ত চায় না।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন: لَا يَبِيعُ حَاضِرٌ لِبَادٍ، دَعُوا النَّاسَ يَرْزُقُ اللَّهُ بَعْضَهُمْ مِنْ بَعْضٍ
স্থানীয় লোকজন বহিরাগতদের পক্ষে ক্রয়–বিক্রয় করবে না। তোমরা লোকদেরকে স্বাধীনভাবে ছেড়ে দাও। আল্লাহ তাদের একজন থেকে অপর জনকে রিযক দান করবেন।
সহিহ মুসলিম হাদিস নং ১৫২২

৫. শরীয়তের আরেকটি মূলনীতি হলো , চুক্তিকে শর্তের সাথে ঝুলন্ত রাখা জায়েজ নেই।
যা সেলফ বিজনেসের মধ্যে পাওয়া যায়। অর্থাৎ কোর্স নেওয়ার পর , সেলার হিসেবে প্রতিটা পণ্য বিক্রির কারণে কিছু কমিশন পাবেন, সাথে আপনার রেফারের মাধ্যমে যতজন সেলফ একাউন্ট করবে তারও একটা কমিশন আপনি পাবেন, এখানে আপনার রেফারে মানুষ একাউন্ট করতেও পারে নাও করতে পারে, উভয়েরই সম্ভাবনা রয়েছে। করলে কমিশন পাচ্ছেন আর না করলে কমিশন পাচ্ছেন না। এ ধরনের শর্ত যুক্ত চুক্তি শরীয়তে জায়েজ নেই।
হানাফী আলেমদের মধ্যে আল্লামা আবুল বারাকাত নাসাফি রহ. বলেন:
ما يبطل بالشرط الفاسد لا يصح
تعليقه بالشرط

৬. শরীয়তের আরেকটি মূলনীতি হলো: শ্রমহীন বিনিময় গ্রহণ জায়েজ নেই। যা সেলফ বিজনেসের মধ্যে বিদ্যমান। অর্থাৎ আপনি কোর্স কেনার পর, কাজ না করলেও প্রতিদিন কিছু টাকা আপনার একাউন্টে জমা হতে থাকবে। এরকম শ্রমহীন বিনিময় গ্রহণ করা জায়েজ নেই।
আল্লাহ তায়ালা বলেন: لا تاكلوا اموالكم بينكم بالباطل
অর্থ: তোমরা পরস্পরে একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না।সূরা বাকারা : ১৮৮
মোটকথা: সেলফ বিজনেসের নিয়ম-পদ্ধতি বিশ্লেষণ করলে জানা যায় যে, এ ব্যবসা পদ্ধতিতে উল্লেখিত কারণ ছাড়া আরও শরীয়ত নিষিদ্ধ কার্যকলাপ রয়েছে, সুতরাং কোনো মুসলমানের জন্য এসমস্ত কোম্পানিতে জড়িত হওয়া জায়েজ হবে না।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *