প্রশ্নঃ- হালকায়ে জিকিরের নামে মসজিদে উচ্চস্বরে যিকর করা জায়েয হবে কি না?

উত্তরঃ- আল্লাহর যিকর আস্তে ও জোরে উভয়ভাবে করার অনুমতি আছে।

সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে একত্রিত হয়ে ‍যিকিরের মজলিস করা বৈধ। তবে যদি অন্যের ইবাদতে বাঁধা সৃষ্টি হয় তাহলে আস্তে করা উচিৎ।

 

-মুসনাদে আহমদঃ- ৩/১৩৮, মাজমুয়াতু রাসায়িলিল লাখনয়ীঃ- ৩/৩৫, ফাতাওয়া মাহমুদিয়াঃ-৪/৪৪২,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *