প্রশ্নঃআমরা জানী চামড়ার মোজার উপর মাসেহ করা জায়েয এখন আমার জানার বিষয় হল,সুতার মোটা মোজার উপর মাসাহ করা জায়েয হবে কি না?

প্রশ্নঃআমরা জানী চামড়ার মোজার উপর মাসেহ করা জায়েয এখন আমার জানার বিষয় হল,সুতার মোটা মোজার উপর মাসাহ করা জায়েয হবে কি না?
উত্তরঃইসলামী শরীয়তে চামড়ার মোজার উপর মাসাহ করা জায়েয।তবে সুতা বা এজাতীয় অন্য কোন মোজার উপর মাসাহ সহিহ হওয়ার জন্য শর্ত হল,মোজা এপরিমান গাড় এবং মোটা হওয়া যে মোজা পরিধান করে তিন মেইল চলার পর ফাটে না। ঐ মোজা পরিধান করলে বাধা ছাড়াই পান্ডুলির সাথে লেগে থাকে। ঐ মোজার উপর পানী ঢাললে পানি ভিতরে পৌছাবে না।ঐ মোজার ভিতর থেকে কোন জিনিস দেখা যায় না।সুতরাং প্রশ্নে বর্নিত সুরতে মোজার যদি উপরক্ত শর্ত অনুযায়ী হয় তাহলে উহার উপর মাসেহ করা বৈধ। অন্যথায় বৈধ নয়। দলিলঃসুরা মায়েদা ৬/৬ তিরমিজি ২/২৯ দুররুল মুহতার ১/২৬৯ ফাতাওয়ায়ে হিন্দিয়া ১/৭৫ বাদাইউস সানায়ে ১/৪৬ ইমদাদুল ফাতাওয়া ১/৯৭ কিফায়াতুল মুফতি ৩/৪০৯।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *