প্রশ্নঃজুময়ার দিন খতীব সাহেব মিম্বারের উপর দাড়িয়ে খুতবা দিয়ে থাকেন তাই আমার জানার বিষয় হল মিম্বরের উপরই কি খুতবা দেওয়া জরুরি?

প্রশ্নঃজুময়ার দিন খতীব সাহেব মিম্বারের উপর দাড়িয়ে খুতবা দিয়ে থাকেন তাই আমার জানার বিষয় হল মিম্বরের উপরই কি খুতবা দেওয়া জরুরি?

উত্তরঃঃনামাজ ও খুতবাহ উভয়টাতে রাসুল (সাঃ) এর কৃত পদ্ধতি অবলম্বন জরুরি। নবীজী (সাঃ) মিম্বরের উপর দাড়িয়ে খুতবাহ দিতেন। তাই আমাদের জন্য ও সেভাবেই খুতবাহ দেওয়া জরুরি। তবে শরয়ী গ্রহনযোগ্য কোন ওজর থাকলে ভিন্ন কথা।সেক্ষেত্রে নিচে দাড়িয়ে খুতবাহ দিলেও সহিহ হবে।দলিলঃজামিয়ুত তিরমিজি ১/১১৩ রদ্দুল মুহতার ২/১৬১ ফাতাওয়ায়ে হিন্দিয়া ১/২০৮ ফাতাওয়ায়ে হক্কানিয়া ৩/৩৮৬  ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ ৫/১১৩।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *