প্রশ্ন:কোন ব্যক্তির উপর কোরবানী ওয়াজিব। এখন যদি সে কোন কারণে সফরে চলে যায়,তাহলে তার করণীয় কী?

উত্তর:-সফরাবস্থায় মুসাফিরের উপর কোরবানী ওয়াজিব নয়। সুতরাং কোরবানী ওয়াজিব এমন ব্যক্তি কোরবানী না করে সফরে চলে গেলে তার জন্য কোরবানী করা আবশ্যক নয়। 

– আদ্দুররুল মুখতার ৬/৩১৯,আল ফিকহুল হানাফী ফী সাউবিহীল জাদীদ ৫/২০৫,আপকে মাসায়েল আওর উনকা হল ৫/৪০৮

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *